Powered by Blogger.

Gmail



আপনার জিমেইল কে রাঙিয়ে তুলুন



আপনাদের সাথে আজ জিমেইল থিমের বেপারে আলোচনা করবো।
যারা জানেননা তাদের জন্য
আপনার জিমাইলকে এখন ডুবিয়ে দিন রঙের দুনিয়ায়।
খুব সহজভাবে আপনার জিমাইল আইডির রঙ বেরং থিম যোগ করুন।
- প্রথমে আপনার জিমাইল লগিন করুন
-এরপর Settings ক্লিক করুন
-Themes ক্লিক করুন,
-পছন্দের থিম সিলেক্ট করে theme এর ওপর ক্লিক করুন।
-এরপর country distric select করুন save ক্লিক করুন।
ব্যাস আপনার কাজ শেষ



মাত্র দুই ক্লিক এ ডিলিট করুন আপনার ইনবক্সে থাকা সব মেইল


আমার কয়দিন আগে খুব দরকার পরেছিল কিভাবে জিমেইল এর ইনবক্স থেকে এক সাথে সব মেইল ডিলিট করে দিবো। কারন অনেক মেইল হয়ে গেলে (যেমন ১০০০+) এক তখন ৫০ টা করে মেইল ডিলিট করতে করতে হাত ব্যাথা হয়ে  যায়,  এক কাজ বার বার করতে করতে বিরক্ত লেগে যায় আর তা ছাড়া অনেক সময়ও লাগে। আজকে হঠাৎ গুগল করে পেয়ে গেলাম কি করে সব মেইল একসাথে  ডিলিট করতে হয়। আমার মনে হয় আমার মত অনেকেরই কাজে লাগবে এটা। তাই শেয়ার করলাম
প্রথমে জিমেইলের লগইন করুন। HTML না Loading standard view হিসাবে লগইন করুন


চিত্রে দেখানো ঐখানে ক্লিক করে All সিলেক্ট করুন তারপর চিত্রে দেখানো এর মত করে ঐখানে ক্লিক করে  select all xxxx Conversion in box  করুন তারপর  ডিলিট করে দিন। একদম পুরা মেইল বক্সে থাকা সব মেইল একেবার ডিলিট হয়ে যাবে

No comments:

Post a Comment

 

Blogroll

Flag Counter