Powered by Blogger.

Computer Tips









ছবি হবে কার্টুনের মতো
অনেকেই ছবিতে মজার মজার আবহ দিতে চান। ইচ্ছে করলে সহজেই যেকোনো ছবির কার্টুন তৈরি করতে পারেন। জন্য আপনার লাগবেইনটু কার্টুননামের একটি সফটওয়্যার। .২০ মেগাবাইটের এই সফটওয়্যারটির পূর্ণাঙ্গ সংস্করণ পাবেন http://mediafire.com/?z266vw6jg7h144g ঠিকানার ওয়েবসাইটে। ইন্টারনেট থেকে নামানোর পর জিপ ফাইলটি খুলুন। এখন সফটওয়্যারটি চালু করে ওপরে বাঁয়ে Open- যান, এখান থেকে যে ছবিটির কার্টুন তৈরি করতে চান, সেটি খুলুন। খেয়াল করুন ওপরে এর নিচে যোগ বিয়োগ চিহ্নসহ দুটি আইকন আছে। যোগ চিহ্নে ক্লিক করে ছবিটি বড় এবং বিয়োগ চিহ্নে ক্লিক করলে ছবিটি সম্পাদনার সময় ছোট করে দেখা যাবে। এখন ওপরে Cartoon অপশন থেকে Shortcut:Cartoon- ক্লিক করুন। এখন একটি Preview বক্স আসবে, সেখানে OK করুন। এরপর আপনার কাঙ্ক্ষিত ছবিটির কার্টুন তৈরি হয়ে যাবে। ইচ্ছে করলে একই উপায়ে আপনি যেকোনো ছবির ক্যানভাস (পটভূমি), স্কেচ অথবা পেনসিলে আঁকা সংস্করণ তৈরি করতে পারেন। ক্যানভাস সংস্করণ তৈরির জন্য Cartoon অপশন থেকে Shortcut:Canvas, স্কেচ সংস্করণ তৈরির জন্য Cartoon অপশন থেকে Shortcut:Sketch, পেনসিলে আঁকা সংস্করণ তৈরির জন্য Cartoon অপশন থেকে Shortcut:Line Drawing অপশন নির্বাচন করুন এবং একই নিয়ম অনুসরণ করুন। ছবিটি সেভ করার জন্য সবার ওপরে বাঁয়ে File/save অপশনে যান। ছবিটির একটি নাম দিন, Save in অপশনে দেখিয়ে দিন, ছবিটি কোথায় সেভ করে রাখবেন। Save as অপশনে থেকে JPG অথবা BMP ফরম্যাট নির্বাচন করে ছবিটি সেভ করুন। সফটওয়্যারটির পরীক্ষামূলক সংস্করণ পাবেন www.intocartoon.com ঠিকানার ওয়েবসাইটে



হেল্পলাইন
বিভিন্ন ধরনের ভিডিও কনভার্টার
ভিডিও কনভার্ট বা রূপান্তরের বিভিন্ন সফটওয়্যার থাকলেও সব ধরনের ভিডিও ফাইল কনভার্ট করার মতো ফ্রি সফটওয়্যার খুব কমই আছে। তেমনি একটি ওপেন সোর্স ভিডিও কনভার্টার হলো ফুল ভিডিও কনভার্টার ফ্রি। ভিডিও কনভার্টারটিতে রয়েছে AVI, MPEG, WMV, DivX, MP4, MKV, MOV, 3GP, FLV ইত্যাদিসহ বিভিন্ন ফরমেটে ভিডিও কনভার্ট করার সুবিধা। ভিডিও ফাইল থেকে MP3, WMA, WAV, RAW, M4A, AAC ইত্যাদিসহ বিভিন্ন অডিও ফরমেটে কনভার্টের সুবিধাও রয়েছে; রয়েছে একই সঙ্গে একটি ভিডিও ফাইল একাধিক ফরমেটে কনভার্ট করাসহ আরও অনেক সুবিধা।
সফটওয়্যারটি বিনা মূল্যে নামানো করা যাবে
www.brothersoft.com/full-video-converter-free-443401.html
এই ঠিকানা থেকে




টিপস
সতেজ রাখুন ্যাম
উইন্ডোজ ব্যবহারের সময় অনেক পেজ ফাইল তৈরি হয় এবং পেজ ফাইল ভার্চুয়াল মেমোরি হিসেবে কাজ করে। কিন্তু এই পেজ ফাইল কম্পিউটারে জমে থেকে ্যামের গতি কমিয়ে দেয়।
কম্পিউটার বন্ধ করার সময় স্বয়ংক্রিয়ভাবে এই ফাইলগুলো আপনি মুছে ফেলতে পারেন। জন্য Start থেকে control panel- যান। এখান থেকে Administrative Tools/Local Security Policy/Security Settings/Local Policies/Security Options ঠিকানায় যান। ডান পাশের Shutdown : Clear virtual memory page file অপশনে দুবার ক্লিক দিন এবং অপশনটি Enable করে OK দিয়ে বের হয়ে আসুন।
এখন কম্পিউটার বন্ধের সময় virtual memory page file স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। ছাড়া Start/run- গিয়ে Tree লিখে Enter চাপলে Ram-এর গতি কিছুটা বাড়বে। কাজ মাঝেমধ্যে করলে কম্পিউটার সতেজ থাকবে।

সক্রিয় হোক নিষ্ক্রিয় ইউটিলিটি
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অনেক সময় ভাইরাসের কারণে ফোল্ডার অপশন, টাস্ক ম্যানেজার, কন্ট্রোল প্যানেল, সিস্টেম রিস্টোর, রান মেন্যু, কনটেক্সট মেন্যু, মাই কম্পিউটার, সার্চ অপশন, কমান্ড কনসোল, রেজিস্ট্রি এডিটর, এমএস কনফিগার ইত্যাদি ইউটিলিটি নিষ্ক্রিয় হয়ে যায়।রি-এনাবলনামের একটি সফটওয়্যারের সাহায্যে আপনি সহজেই এসব ইউটিলিটি সক্রিয় করতে পারবেন। মাত্র ৭৭৩ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি http://mediafire.com/?sl7aoa2ed9zl7zh ঠিকানা থেকে নামিয়ে নিন। এরপর জিপ ফাইলটি ওপেন করুন। সফটওয়্যারটি বহনযোগ্য (পোর্টেবল) বলে ইনস্টলের ঝামেলা নেই। সফটওয়্যারটি ওপেন করে যে ইউটিলিটি নিষ্ক্রিয় রয়েছে, সেটির নাম নির্বাচন করে Re-enable বাটনে ক্লিক করলেই উক্ত ইউটিলিটি সক্রিয় হয়ে যাবে। ছাড়া এই সফটওয়্যারটি দিয়ে আপনি আরও অনেক কাজ করতে পারবেন। যেমন: autorun.inf ভাইরাস শনাক্ত করা, ডেস্কটপ রিপেয়ার করা, ফোল্ডারের এট্রিবিউট পরিবর্তন করা ইত্যাদি




হেল্পলাইন
যেকোনো ফাইল মুছে ফেলুন সহজে
কম্পিউটারে ভাইরাস বা নানা সমস্যার কারণে অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক ফাইল মোছা যায় না। বিশেষ করে, ভাইরাস-আক্রান্ত ফাইল মুছতে সমস্যা হয়। রকম সমস্যায় পড়লেফাইল অ্যাসেসিননামের একটি সফটওয়্যার ব্যবহার করতে পারেন। মাত্র ১৬৩ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি http://bit.ly/oiCole ঠিকানা থেকে নামিয়ে নিন। এখন সফটওয়্যারটি পিসিতে ইনস্টল করুন। আপনার কাঙ্ক্ষিত ফাইল মোছার জন্য সফটওয়্যারটি ওপেন করুন এবং নির্ধারিত বক্সে Browse করে ফাইলটি দেখিয়ে দিন অথবা মাউস দিয়ে ড্রপ করে ফাইলটি নিয়ে আসতে পারেন।
এখন আপনি যদি ফাইলটি সরাসরি মুছে ফেলতে চান, তাহলে Delete File অপশনে টিক চিহ্ন দিন। আর যদি ফাইলটি না মুছে শুধু ফাইলটির কার্যক্রম বন্ধ রাখতে চান, তাহলে Delete File অপশনে টিক চিহ্ন দেবেন না। সবশেষে Execute অপশনে ক্লিক করে কাঙ্ক্ষিত ফাইল মুছুন অথবা ফাইলের কার্যক্রম বন্ধ করুন
টিপস
ডেস্কটপ আইকন লুকনো
উইন্ডোজ এক্সপির ডেস্কটপে থাকা বিভিন্ন আইকন লুকানো যায়। জন্য ডেস্কটপে মাউসের ডান বাটন ক্লিক করে Arrange Icons By/Show Desktop Icons-এর টিক চিহ্ন তুলে দিন। এখন আর আইকন থাকবে না। আগের অবস্থায় ফিরে যেতে Show Desktop Icons- টিক চিহ্ন দিন।

এরর বার্তা বন্ধ করুন
প্রায়ই নানা রকম এরর বার্তা আসে কম্পিউটারে। জন্য মাই কম্পিউটারে মাউসের ডান বাটন ক্লিক করুন। এরপর Properties\Advanced\Error Reporting- ক্লিক করুন। এরপর Disable error reporting নির্বাচন করে দুই বার Ok করুন




দ্রুত ফাইল নামাতে চান?
বিভিন্ন কারণে নানাকিছু (গান, সফটওয়্যার) ইন্টারনেট থেকে নামানোর (ডাউনলোড) করার প্রয়োজন পড়ে। আপনি যে ফাইল বা সফটওয়্যারটি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে চান, সেটি যদি অনেক বড় হয়, তাহলে ডাউনলোড করতে অনেক সময় লাগে। এর মধ্যে যদি বিদ্যুৎ চলে যায় বা কোনো কারণে ডাউনলোড বন্ধ হয়ে যায়, তাহলে তা আবার নতুন করে ডাউনলোড করতে হয়। অথচ আপনি ডাউনলোডের এই কাজটি খুব সহজেই করতে পারেন Free Download Manager সফটওয়্যার দিয়ে। এই সফটওয়্যারটি দিয়ে খুব দ্রুত ডাউনলোড করা যায় এবং এটি Resume (কোনো ফাইলের কিছু অংশ ডাউনলোড করে বন্ধ করে দিলেন তারপর আবার যখন ডাউনলোড শুরু করবেন, তখন তার পর থেকে অর্থাৎ আগে যত পার্সেন্ট ডাউনলোড হয়েছিল, সেখান থেকে ডাউনলোড শুরু হবে) সমর্থন করে। মাত্র দশমিক মেগাবাইটের http://www.freedownloadmanager.org/download.htm ঠিকানা থেকে এই সফটওয়্যারটি বিনা মূল্যে নামিয়ে (ডাউনলোড) নিতে পারেন


টিপস
মুঠোফোনে দেখুন সিনেমা
অনেকেই মুঠোফোনে সিনেমা দেখতে পছন্দ করেন। মুঠোফোনের উপযোগী সিনেমা বিভিন্ন ইন্টারনেটে বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করা যাবে। রকমই কিছু সাইটের ঠিকানা দেওয়া হলো। www.3gpmobilemovies.net
www.avimobilemovies.com
www.moviearena.org
www.moviesmobile.net
www.movies4mobile.net
www.moviesmobile.net
www.mobi-movies.org
www.mobilemoviezone.com
www.o2videos.com
www.o2cinemas.com



টিপস
শর্টকাট Key Set করা
Start Button-
এর ওপর মাউসের রাইট বাটন ক্লিক করে Open\Programs (Win-XP-এর ক্ষেত্রে)-এর পর যে প্রোগ্রামটির জন্য শর্টকাট কি সেট করতে চান, সেটির ওপর মাউসের ডান বাটন ক্লিক করে Properties Select করুন। প্রাপ্ত ডায়ালগ বক্সের Shortcut tab থেকে Shortcut Key বক্সে পছন্দনীয় যেকোনো একটি অক্ষর টাইপ করে Apply\Ok করুন। পরে ওই প্রোগ্রামটি চালু করতে হলে কিবোর্ড থেকে Ctrl+Alt+... দেওয়া অক্ষরটি প্রেস করুন




প্রতিবেদন
পেনড্রাইভের পটভূমিতে পছন্দের ছবি
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পেনড্রাইভ যে উইন্ডোতে খুলবে, আপনি চাইলে সেটার পটভূমিতে নিজের পছন্দমতো ছবি সাজিয়ে রাখতে পারেন। জন্য নোটপ্যাডে নিচের সংকেত হুবহু লিখতে হবে।
[ExtShellFolderViews]
{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
Attributes=1
IconArea_Image= imagename
এখানে imagename- জায়গায় যে ছবি ব্যবহার করবেন তার নাম লিখুন, যেমন abc.jpg এবার এই নোটটি desktop.ini নামে সেভ করুন। এখন desktop.ini ফাইল এবং আপনার পটভূমির ছবিটি পেনড্রাইভে ঢোকান। এবার পেনড্রাইভ রিফ্রেশ করুন অথবা পেনড্রাইভ খুলে পুনরায় পিসিতে সংযোগ লাগালেই ব্যাকগ্রাউন্ডে আপনার ছবি দেখতে পারবেন




প্রিন্টারের কালি বাঁচান
প্রিন্ট করার সময় চাইলে কম্পিউটার প্রিন্টারের কালি বাঁচানো যায়। প্রিন্টারের কালিসাশ্রয় করার দুটি কৌশলআপনি প্রয়োগ করতে পারেন।

সাদাকালো গ্রেস্কেল মোড
প্রিন্টারে যদি সাদাকালো এবং রঙিন দুই ধরনের কার্ট্রিজই ব্যবহার করা হয়, তাহলে লেখার ফাইল প্রিন্ট করার সময় এটি Black & White/Grayscale মোড নির্ধারণ করে নিন। করে রাখুন। কিছু কিছু রঙিন কার্ট্রিজ আছে যেগুলো কালো রঙে ছাপার সময়ও বিভিন্ন রঙিন কালিকে একসঙ্গে মিশিয়ে কালো রং তৈরি করে। কাজেই প্রিন্টার সেটিংকে Black & White- রাখলে রঙিন কার্ট্রিজের ব্যবহার ন্যূনতম একটি মাত্রায় সীমিত থাকবে। রঙিন কার্ট্রিজের দাম সাদাকালোর চেয়ে বেশি। প্রিন্টারকে সাদাকালো মোডে সেট করতে চাইলে Printing Preferences- গিয়ে Black & White/Print to Grayscale নির্বাচন করে OK করুন। রঙিন ফাইলছাপার জন্য Color নির্বাচন করুন।

শেষ বিন্দু পর্যন্ত কালি খরচ করুন
কার্ট্রিজের কালি শেষ হয়ে গেলে প্রিন্টার একটা বার্তা দেবে কার্ট্রিজ বদলের জন্য।এটি দেখেই কার্ট্রিজ কেনার জন্য দোকানে দৌড়ে না গিয়ে আগে ছোট একটা কৌশল প্রয়োগ করে দেখতে পারেন। কার্ট্রিজটা প্রিন্টার থেকে বের করে নিন, এটিকে হালকাভাবে এদিক-সেদিক দোলান এবং আবার প্রিন্টারে ঢুকিয়ে দিন।ফলে কার্ট্রিজে সামান্য যে কালি থাকবে সেটি সমানভাবে ছড়িয়ে পড়বে এবং এরপর এটি পুরোপুরি শেষ হয়ে যাওয়ার আগে আপনি আরও কয়েক পৃষ্ঠা প্রিন্ট করতে পারবেন






টিপস
প্রিন্টার বন্ধ করুন ঠিকভাবে
কম্পিউটারকে নিয়ম মেনে সঠিকভাবে শাটডাউন করা যেমন জরুরি, প্রিন্টারকেও তেমনি নিয়ম মেনে বন্ধ করা জরুরি। প্রিন্টারের পাওয়ার বাটন চেপে এটি বন্ধ করলে প্রিন্টার হেডকে পরের প্রিন্টিংয়ের জন্য সঠিক জায়গামতো রেখে তারপর প্রিন্টারটি বন্ধ হয়। কিন্তু আপনি যদি পাওয়ার বাটন না চেপে সরাসরি প্রিন্টার কেব্ল খুলে ফেলেন বা পাওয়ার সুইচ অফ করে দেন, তাহলে সঠিক শাটডাউন-প্রক্রিয়া এড়িয়ে যাওয়া হয়, যা নিশ্চিতভাবেই প্রিন্টারের ক্ষতি করে। কাজেই সরাসরি কখনোই কে্বল বা সংযোগ বিচ্ছিন্ন করার মাধ্যমে প্রিন্টার শাটডাউন করবেন না



টিপস
লুকানো ফাইল দেখার জন্য
একবার ফাইল লুকিয়ে রেখে আবার তা দেখার দরকার পড়তে পারে। উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমে লুকোনো ফাইল দেখার জন্য Control Panel থেকে Folder Options- যান। View ট্যাবে দেখুন Advanced Settings-এর নিচে Hidden files and folder অপশনটি রয়েছে। এখানে Show hidden files and folders-এর পাশে ক্লিক করে OK ক্লিক করুন




টিপস
পেনড্রাইভ ফরম্যাট হচ্ছে না?
কম্পিউটারে ভাইরাস আক্রমণ করলে অনেক সময় সেই কম্পিউটার থেকে পেনড্রাইভ ফরম্যাট করা যায় না। তখন পেনড্রাইভ ফরম্যাট করতে চাইলে Start থেকে Control Panel- গিয়ে Administrative tools- দুটি ক্লিক করুন। তারপর Computer Management- দুটি ক্লিক। এখন বাঁ পাশ থেকে Disk Management- ক্লিক করলে ডান পাশে পেনড্রাইভসহ সবগুলো ড্রাইভের তালিকা আসবে। এবার পেনড্রাইভের ওপর মাউস রেখে ডান ক্লিক করে ফরম্যাট করলে পেনড্রাইভ ফরম্যাট হবে




টিপস
ফায়ারফক্সের ভার্চুয়াল কি-বোর্ড
কি-বোর্ডে নানা সমস্যার কারণে অথবা অন্য ভাষা লেখার জন্য ভার্চুয়াল কি-বোর্ডের প্রয়োজন হয়। মজিলা ফায়ারফক্সে ভার্চুয়াল কি-বোর্ড ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। জন্য http://addons.mozilla.org/en-US/firefox/addon/748 ঠিকানা থেকে Greasemonkey নামের প্রোগ্রাম নামিয়ে নিন। এরপর ফায়ারফক্স বন্ধ করে আবার চালু করুন। এখন http://userscripts.org/scripts/show/10974 ঠিকানা থেকে ভার্চুয়াল কি-বোর্ডটি ইনস্টল করতে হবে। এর পর থেকে যেকোনো টেক্সট বক্সে দুই ক্লিক করলে কি-বোর্ড দেখা যাবে। বাংলা ইংরেজিসহ ৩৪টি ভাষা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে এই কি-বোর্ডে


টিপস
ফায়ারফক্সের ভার্চুয়াল কি-বোর্ড
কি-বোর্ডে নানা সমস্যার কারণে অথবা অন্য ভাষা লেখার জন্য ভার্চুয়াল কি-বোর্ডের প্রয়োজন হয়। মজিলা ফায়ারফক্সে ভার্চুয়াল কি-বোর্ড ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। জন্য http://addons.mozilla.org/en-US/firefox/addon/748 ঠিকানা থেকে Greasemonkey নামের প্রোগ্রাম নামিয়ে নিন। এরপর ফায়ারফক্স বন্ধ করে আবার চালু করুন। এখন http://userscripts.org/scripts/show/10974 ঠিকানা থেকে ভার্চুয়াল কি-বোর্ডটি ইনস্টল করতে হবে। এর পর থেকে যেকোনো টেক্সট বক্সে দুই ক্লিক করলে কি-বোর্ড দেখা যাবে। বাংলা ইংরেজিসহ ৩৪টি ভাষা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে এই কি-বোর্ডে




মেইল এলে ব্রাউজারই আপনাকে জানিয়ে দেবে
জনপ্রিয় ব্রাউজার মজিলা ফায়ারফক্সের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে আপনি জানতে পারবেন আপনার নতুন কোনো -মেইল এসেছে কি না। জন্য আপনারওয়েব মেইল নটিফায়ারনামের একটি অ্যাডঅন লাগবে, https://addons.mozilla.org/en-US/firefox/addon/4490 থেকে নামিয়ে নিন। এখন ফায়ারফক্স রিস্টার্ট করুন। খেয়াল করুন, সবার নিচে ডান পাশে মেইলের একটি আইকন এসেছে। আইকনে ক্লিক করে Preference অপশনে যান। ড্রপডাউন মেনুতে google, yahoo, hotmail-এর নাম রয়েছে। এখন Username Password বসিয়ে আপনার সব অ্যাকাউন্ট একে একে add করে নিন। এর পর থেকে নতুন মেইল এলে নিচের আইকনে সংকেত দেখাবে





মাদারবোর্ডের ড্রাইভার হারিয়েছেন?
সাধারণত কম্পিউটার কেনার সময় কম্পিউটারের সঙ্গে মাদারবোর্ডের একটি ড্রাইভার সফটওয়্যার সিডিতে ভরে দেওয়া হয়। কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল করার পর মাদারবোর্ডের সিডি ইনস্টল করতে হয়, তাহলে সাউন্ড, গ্রাফিক্স ইত্যাদি আসে। কিন্তু মাদারবোর্ডের সিডি যদি হারিয়ে যায়, তখন অনেক সমস্যায় পড়তে হয়। মাঝেমধ্যে একই কোম্পানির অন্য কোনো মাদার বোর্ডের সিডি থেকে আলাদাভাবে সাউন্ড, গ্রাফিক্স ইত্যাদি সফটওয়ার(ড্রাইভার) ইনস্টল করলে তখন সাউন্ড, গ্রাফিক্স ইত্যাদি আসে, তবে তা সব মাদারবোর্ডের ক্ষেত্রে নয়। মাদারবোর্ডের সিডি হারিয়ে ফেলেছেন বা মাদারবোর্ডের নাম, মডেল নম্বর, সিরিয়াল নম্বর ভুলে গেছেন? তাহলে প্রথমে Start থেকে Run- ক্লিক করুন। তারপর Run- WMIC লিখে Ok তে ক্লিক করুন। প্রথমবারের মতো এই অপশনটি রান করলে লেখা আসবে, এটি ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পর Command Prompt-টিতে লেখা আসবে wmic:root\cli> এখন মাদারবোর্ডের তথ্যের জন্য baseboard লিখে কিবোর্ড থেকে এন্টার চাপুন। তাহলে আপনার কম্পিউটারের মাদারবোর্ডের সিডির মডেল নম্বর, সিরিয়ার নম্বর ইত্যাদি জানতে পারবেন। এখন ওই মাদারবোর্ডের নাম এবং মডেল নম্বর লিখে গুগলে সার্চ দিলেই সেই মাদারবোর্ডের সফটওয়ার পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। নিচে কয়েকটি ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হলো, যেখানে মাদারবোর্ডের সফটওয়্যার পাওয়া যায়।
www.driversdown.com
www.driverfiles.net
www.driverskit.com
http://download.cnet.com/windows/drivers
http://downloadcenter.intel.com
এই সাইটগুলোতে ল্যাপটপ, ডেস্কটপ, নোটবুক ইত্যাদি সবকিছুরই সফটওয়্যার পেতে পারেন
হেল্পলাইন
পেনড্রাইভে ফাইল আছে কিন্তু দেখা যাচ্ছে না?
পেনড্রাইভে ফাইল আছে।কিন্তু অনেকসময় মাউস রেখে ডান ক্লিক করে প্রোপার্টিজে গিয়ে সেগুলো দেখা যায় না। এসব ফাইল দেখার জন্য প্রথমে My computer- মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties- যান। এখন System Restore- ক্লিক করে Turn off System Restore on all drives- ঠিক চিহ্ন দিয়ে OK করুন। নতুন একটি উইন্ডো এলে Yes করুন। এখন My Computer-এর মেনুবারের Tools থেকে Folder options নির্বাচন করে View-তে ক্লিক করুন। Show hidden files and folders- ঠিক চিহ্ন দিন এবং Hide extensions... Hide protected... বক্স থেকে ঠিক চিহ্ন তুলে দিয়ে OK করুন। দেখবেন পেনড্রাইভে আপনার ফাইল, ফোল্ডারগুলো লুকায়িত অবস্থায় দেখা যাচ্ছে এবং সেগুলো ভালো আছে, নষ্ট হয়নি।
পেনড্রাইভে করে কোনো ফাইল বা ফোল্ডার অন্য কোনো কম্পিউটারে নিতে চাইলে সেগুলো জিপ করে নেওয়া ভালো।জিপ করা ফাইল বা ফোল্ডারে ভাইরাস আক্রমণ করে কম। কোনো ফাইল বা ফোল্ডার জিপ করতে চাইলে সেটিতে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Send to Compressed (Zipped)- ক্লিক করুন। দেখবেন জিপ হয়ে গেছে। আবার আনজিপ করতে চাইলে সেটিতে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Extract All- ক্লিক করে পর পর দুবার Next- ক্লিক করে দেখবেন আনজিপ হয়ে গেছে




সহজে অ্যাড্রেসবারে যাওয়া
কিবোর্ড দিয়ে দ্রুত কাজ করা যায়। ওয়েবসাইট দেখার সফটওয়্যারগুলোর ওয়েব ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) দ্রুত যাওয়া যায় একটি কি চেপেই। ইন্টারনেট এক্সপ্লোরার মজিলা ফায়ারফক্সে F6 চাপলেই হয়।
আর অপেরার ক্ষেত্রে F8 চাপতে হয়। আবার CTRL+L চেপেও অ্যাড্রেসবারে যাওয়া যায়


কম্পিউটার চালু হতে বেশি সময় নিচ্ছে?
কম্পিউটারে হয়তো অনেক সফটওয়্যার ইনস্টল করা আছে। যখন কম্পিউটার চালু হয় তখন অনেক প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। যেমন বিজয়, অভ্র, ইয়াহু মেসেঞ্জার ইত্যাদি। এতে কম্পিউটার চালু হতে অনেক সময় লাগে এবং অনেক প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে চালু হলে বিরক্তও লাগে। ইচ্ছা করলে খুব সহজেই এই অবস্থার পরিবর্তন করে শুধু আপনার দরকারি প্রোগ্রামগুলো খুলতে পারেন কম্পিউটার চালুর সময়।
এই কাজ করতে হলে প্রথমে Start থেকে Run- ক্লিক করে msconfig লিখে OK করুন। এখন ডান পশের Startup- ক্লিক করুন। আপনার কম্পিউটার চালুর সময় যে প্রোগ্রামগুলো চালু করতে চান না, সেগুলোর বাম পাশ থেকে টিক চিহ্ন তুলে দিন। এখন Services- ক্লিক করে যে প্রোগ্রামগুলো সব সময় কাজে লাগে না, সেগুলোর বাম পাশ থেকে টিক চিহ্ন তুলে দিয়ে OK করুন। কম্পিউটার Restart করতে বললে রিস্টার্ট করুন। এখন থেকে আপনার কম্পিউটার চালু হতে বেশি সময় লাগবে না এবং ওই প্রোগ্রামগুলোও আর একা একা চালু হবে না




তৈরি করুন নিজের ছবির ক্যালেন্ডার
নতুন বছরে অনেকেই ক্যালেন্ডার সংগ্রহ করেন। চাইলে নিজের ছবি দিয়েই তৈরি করা যায় নতুন বছরের ক্যালেন্ডার। জন্য www.calendarika.com ঠিকানার সাইটে যেতে হবে। এই সাইটে গেলেই ক্যালেন্ডারের অনেক নকশা পাওয়া যাবে। পছন্দের ডিজাইন বেছে নিতে হবে। পরের পৃষ্ঠায় Upload your main photo অপশনে ক্যালেন্ডারের প্রধান ছবি হিসেবে যে ছবিটি দিতে চান সেটি Upload করুন।
এরপর Upload your background photo অপশনে ক্যালেন্ডারের পটভূমির ছবি Upload করুন। ক্যালেন্ডারের মাস বছর নির্বাচন করার জন্য Advance Option মেনুতে ক্লিক করুন। ইচ্ছে করলে Advance option থেকে আপনি ক্যালেন্ডারে নিজের নাম বা কোনো বার্তা লিখতে পারেন।
সবশেষে Next অপশনে ক্লিক করলেই তৈরি হয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত ক্যালেন্ডার। ইমেজ ফরম্যাটে তৈরি হওয়া ক্যালেন্ডারটি আপনার পিসিতে সেভ করে রাখুন

টিপস
ওয়ার্ডের শর্টকাট কি
ফন্ট পরিবর্তন Ctrl+Shift+F
ফন্টের আকার পরিবর্তন Ctrl+Shift+P
ফন্টের আকার বড় করা Ctrl + }
ফন্টের আকার ছোট করা Ctrl+ {
শুধু অক্ষরের নিচে আন্ডারলাইন হবে Ctrl+Shift+w
লেখা ছোট বা বড় হাতের হবে Shift+F3
সব বড় হাতের অক্ষরে হবে Ctrl+Shift+A
কপি করা Ctrl+Insert
কাট করা Shift+Del
পেস্ট করা Shift+Insert
লিস্ট বুলেট প্রয়োগ হবে Ctrl+Shift+L
নাম্বার বুলেট প্রয়োগ হবে Ctrl+Alt+ L
উইন্ডো রিস্টোর ম্যাক্সিমাইজ হবে Alt+F10




ছবির ফাইল হোক হালকা
ইন্টারনেটে বিভিন্ন প্রয়োজনে ছবি আদান-প্রদান করা হয়। অনেক সময় ভারী ছবি পাঠাতে সমস্যা হয়। ইচ্ছে করলে আপনি যেকোনো ছবির আকার সহজেই কমিয়ে নিতে পারেন। এর ফলে ইন্টারনেটে ছবি পাঠাতে মেগাবাইট/কিলোবাইট খরচ হবে কম। জন্যইমেজ রিসাইজারনামে একটি সফটওয়্যার ব্যবহার করতে পারেন। মাত্র .২৮ মেগাবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি http://mediafire.com/?r2jc5yz06g1i4gp ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। এখন জিপ ফাইলটি খুলুন। সফটওয়্যারটি ইনস্টল করুন। এখন যেকোনো ছবিতে মাউস রেখে ডান ক্লিক করলেই Resize picture নামে নতুন একটি কনটেক্সট মেনু পাবেন। ছবির আকার (মেমোরি) কমাতে চাইলে Resize Picture অপশনে ক্লিক করুন। ছবির আকার সর্বনিম্ন পর্যায়ে নামাতে চাইলে small ক্লিক করুন, মাঝারি আকারের জন্য Medium ক্লিক করুন, বড় আকারের জন্য Large ক্লিক করুন, মোবাইল ফোনের উপযোগী করার জন্য Mobile Device ক্লিক করুন। নির্ধারিত আকার নির্বাচিত করে Ok দিলেই দেখবেন, ওই আকারের একটি আলাদা ছবি তৈরি হয়েছে। ছবির আকার কমালেও ছবির গুণগত মান ঠিকই থাকবে



আপনার ব্রাউজার কি নিরাপদ?
ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) দিয়ে -মেইল, ফেসবুকসহ দরকারি অনেক সাইটে ঢুকতে হয়। কিন্তু অনেক সময় ব্রাউজার থেকে বার্তা আসে যে আপনার -মেইলের পাসওয়ার্ডটি ব্রাউজারে সেভ করে রাখতে চান কি না। বুঝে না-বুঝে অনেকেই ইয়েসে ক্লিক করেন।
এতে ব্রাউজারে পাসওয়ার্ডটি সেভ হয়ে যায়। পরে -মেইল ঠিকানা লিখলে ব্রাউজার নিজে থেকেই ওই -মেইল ঠিকানার পাসওয়ার্ড লিখে দেয়। এতে যেসব কম্পিউটার একাধিক ব্যক্তি ব্যবহার করেন, সেসব কম্পিউটারে পাসওয়ার্ড চুরির আশঙ্কা বেশি থাকে। তা ছাড়া আপনি কোন কোন সাইট দেখছেন, কী কী খুঁজছেন, ডাউনলোড করেছেনসবকিছু ব্রাউজারে থেকে যায়। যে কেউ সেগুলো দেখতে পারে। এতে অনেক সময় ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি নষ্ট হয়। আপনি ইচ্ছা করলে খুব সহজেই এই ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। এর জন্য
মজিলা ফায়ারফক্সের: ব্রাউজার খুলে Tools থেকে Clear Recent History-তে ক্লিক করুন। এখন কত সময়ের ডেটা ব্রাউজার থেকে মুছে ফেলতে চান, সেটি নির্বাচন করে Clear Now- ক্লিক করুন। আবার ব্রাউজার খুুলে Tools থেকে Options- ক্লিক করুন। এখন Security-তে ক্লিক করে Remember Passwords for sites বক্স থেকে টিকচিহ্ন তুলে দিয়ে ok করুন। তাহলে ব্রাউজারে আর কোনো তথ্য জমা থাকবে না।
ইন্টারনেট এক্সপ্লোরারের ক্ষেত্রে: প্রথমে ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করে Tools থেকে Internet Options- যান। এখন Content ট্যাবে ক্লিক করে Auto Complete বাটনে ক্লিক করুন। এখন Clear Forms- ক্লিক করলে পাসওয়ার্ড ছাড়া বাকি সব তথ্য মুছে যাবে এবং Clear Passwords- ক্লিক করলে পাসওয়ার্ডও মুছে যাবে।
পরে এই ব্রাউজারে কোনো তথ্য সেভ করতে না চাইলে সব বক্স থেকে টিকচিহ্ন তুলে দিয়ে ok-তে ক্লিক করুন। অ্যাড্রেস বারের তথ্য মোছার জন্য Tools থেকে Internet Options- ক্লিক করে Clear History বাটনে ক্লিক করুন


এক সফটওয়্যারে অনেক কাজ
ভাইরাসের কারণে কম্পিউটারে নানা রকম সমস্যা দেখা দেয়।অটোরান কিলারনামের একটি সফটওয়্যারের সাহায্যে ভাইরাস-সংক্রান্ত অনেক সমস্যার সমাধান করতে পারেন। সফটওয়্যারটি অটোরানসহ কম্পিউটার থেকে ৩৫ রকমের ভাইরাস নির্মূল করতে সক্ষম। মাত্র ৫৪০ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি http://mediafire.com/?ql3aijekas7e9s5 ঠিকানা থেকে নামিয়ে নিন। এরপর জিপ ফাইলটি খুলুন। এখন সফটওয়্যারটি ইনস্টল করুন। সফটওয়্যারটি পিসিতে ইনস্টল করলে নিচে টাস্কবারের ডানে একটি সবুজ আইকন আসবে। ওই সবুজ আইকনে ডান ক্লিক করে Show main menu অপশনে ক্লিক করুন। যদি কম্পিউটার স্ক্যান করতে চান, তাহলে Scan and clean অপশনে ক্লিক করুন। তাহলে অটোরান-সম্পর্কিত সব ভাইরাস নিষ্ক্রিয় হয়ে যাবে। যদি ভাইরাসের কারণে আপনার উইন্ডোজের টাস্ক ম্যানেজার, রেজিস্ট্রি এডিটর, কমান্ড অপশন, ফোল্ডার অপশন প্রভৃতি নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে অটোরান কিলার দ্বারা স্ক্যান করলেই ওই ইউটিলিটিগুলো আবার সক্রিয় হবে। সাধারণত ইউএসবি ডিভাইস থেকেই অধিকাংশ সময় ভাইরাস ছড়িয়ে পড়ে পিসিতে। এই সফটওয়্যারের সাহায্যে আপনি পিসিতে ইউএসবি ডিভাইসের ব্যবহার বন্ধ করে রাখতে পারেন। জন্য Show main menu থেকে Tools অপশনে যান এবং Block USB Port অপশনে টিক চিহ্ন দিন। তাহলেই পিসিতে কোনো ইউএসবি ডিভাইস ব্যবহার করা যাবে না। ইউএসবির ব্যবহার আবার চালু করতে একই উপায়ে Block USB Port অপশন থেকে টিক চিহ্ন তুলে নিন




টিপস
কম্পিউটারের হার্ডড্রাইভ লুকাতে চাইলে
প্রথমে Start\Run গিয়ে gpedit.msc লিখে Ok\User configuration-এর Administrative templates ট্যাবে Windows components থেকে Windows Explorer- দুই ক্লিক করে নির্বাচন করুন। Windows Explorer-এর ডান পাশের মেনু থেকে Hide these specified drives in My Computer-এর উপর মাউসের ডান বাটন ক্লিক করে Properties নির্বাচন করুন।
পরে পর্দায় প্রদর্শিত ডায়ালগ বক্স থেকে Enabled অপশনটি নির্বাচন করে Apply\Ok করুন।
ড্রাইভ খোলার জন্য আবার আগের অবস্থায় গিয়ে পর্দায় প্রদর্শিত ডায়ালগ বক্স থেকে Not configured অপশনটি নির্বাচন করে Apply\Ok করুন




ইন্টারনেটে একসঙ্গে অনেক অনলাইন রেডিও
অনলাইন রেডিওর সংগ্রহ নিয়ে ইন্টারনেটে চালু হয়েছে লাইভ অনলাইন রেডিও (www.liveonlineradio.net) নামের একটি ওয়েবসাইট।
এতে বাংলা ভাষার অনেকগুলো অনলাইন রেডিওর অনুষ্ঠান শোনা যাবে।
পাশাপাশি অন্যান্য ভাষার রেডিও এই সাইটে রয়েছে।এতে নতুন যুক্ত হওয়া রেডিওগুলোর তালিকাও আলাদা করে দেওয়া থাকে



জেনে নিন ফাইলের বৃত্তান্ত

মানুষের যেমন জীবনবৃত্তান্ত থাকে, তেমনি কম্পিউটারের ফাইলেরও বৃত্তান্ত বা নানা রকম তথ্য থাকে। ফাইল প্রোপার্টিজের মাধ্যমে আপনি জানতে পারবেন ফাইলের আকার, প্রোগ্রামের নাম, ফাইল তৈরির তারিখ, ফাইল মডিফাই করার তারিখ, সর্বশেষ মডিফাই করার তারিখ, ফাইলের নামসহ ইত্যাদি তথ্য।
ফাইলের তথ্য জানতে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যেকোনো একটি ফাইল নির্বাচন করে ডান ক্লিক করুন। এখানে অনেক সাবমেনু আছে যেমন—Open, New, Print, Properties ইত্যাদি। এবার Properties- ক্লিক করুন। ফাইলের নাম অনুসারে একটি File Properties ডায়ালগ বক্স আসবে (যেমন—ABC Properties) এখানে তিনটি বাটন আছে। যেমন—General, Custom & Summary. তারপর General- দেখতে পাবেন আপনার ফাইলের সাইজ, প্রোগ্রামের নাম, ফাইল তৈরির তারিখ, ফাইল মডিফাই করার তারিখ, সর্বশেষ মডিফাই তারিখ, ফাইলের অবস্থান, রিড অনলি ইত্যাদি। Custom- আছে নাম, টাইপ, প্রোপার্টিজ। Summary বাটনে ক্লিক করার পর নিচে Advanced লেখায় ক্লিক করুন।
লক্ষ করুন, আপনি কতটি শব্দ, ওয়ার্ড, লাইন, পৃষ্ঠা টাইপ করেছেন, তার তথ্যাবলি পর্যায়ক্রমে আরও অন্যান্য তথ্যসহ প্রদর্শিত হচ্ছে (ওয়ার্ড ফাইলের ক্ষেত্রে)






No comments:

Post a Comment

 

Blogroll

Flag Counter