এ্যাফিলিয়েট মার্কেটিং বলতে
সাধারনত পন্য বিক্রি
করে কিছু কমিশন
প্রাপ্তিকে বোঝানো হয়ে
থাকে।
আমাদের
দেশে এ ধরনের
ব্যবসা করছে অনেক
প্রতিষ্ঠান। বর্তমান সময়ে
অনলাইন থেকে যতগুলো
আয়ের পন্থা
সম্পর্কে আমরা
জেনেছি, এ্যাফিলিয়েট মার্কেটিং তাদের
মধ্যে অন্যতম। ভাল
মানের একজন ব্লগার
এ মাধ্যম থেকে
প্রচুর
পরিমান অর্থ উপার্জন করতে
সক্ষম। ভাল মানের
একজন ব্লগারের কথা
বলছি এ কারনে
যে, এই মাধ্যম
থেকে
উপার্জনের জন্যও
আপনার দরকার হবে
প্রচুর পরিমান ভিজিটর
আর ভাল মানের
একজন ব্লগারই পারে
বিভিন্ন মাধ্যম
থেকে
ভিজিটর সংগ্রহ করতে।Amazon
বেশ ভাল মানের
এবং নির্ভরযোগ্য একটি
সাইট এ্যাফিলিয়েট মার্কেটিং এর
ক্ষেত্রে ।
বিশ্বের অনেক
ব্লগার এই সাইটের
পন্য মার্কেটিং করে
প্রচুর পরিমান অর্থ
উপার্জন করছে। এ
সাইটের পন্য বিক্রি
করতে পারলে
আপনি
পাবেন মোট commission ১৫%।
অর্থাৎ ১০০ টাকার
একটি পন্য বিক্রি
হলে আপনি পাবেন
১৫ টাকা৷
১০০
ডলারের পন্য বিক্রিহলে আপনি
পাবেন কমপক্ষে ১০০০
টাকা।
এ্যাফিলিয়েট মার্কেটিং এর পূর্ব প্রস্তুতি:
- শুরুতেই paid ডোমেইন বা free ডোমেইন এর মাধ্যমে একটি ওয়েবসাইট খুলে unique আর্টিকেল পোষ্ট করুন৷
- বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ভিজিটরের পরিমান বৃদ্ধির জন্য ব্যাকলিংক তৈরি করুন৷
- ফোরাম পোষ্টিং, কমেন্ট পোষ্টিং ও
Seo এর কাজগুলো বেশি বেশি করতে থাকুন।
কারণ ভিজিটর বৃদ্ধির জন্য Seo এর কোন বিকল্প নেই। - নিয়মিত ভিজিটরের আপডেট দেখে দেখে নতুন পরিকল্পনা গ্রহন করুন।
যখন
মনে করবেন আপনার
ব্লগটি এখন বেশ
popular এবং ভিজিটরদের কাছে
গ্রহনযোগ্য হয়েছে তখন
আপনি
এ্যাফিলিয়েট মার্কেটিং এর
জন্য পরিকল্পনা গ্রহন
করুন। কেননা, সবচেয়ে বড়
সত্য হচ্ছে আপনার
সাইটে
বিদেশী
১০০০ ভিজিটর ঢুকলে
হয়ত আপনার এ্যাফিলিয়েটকৃত পন্য
বিক্রি হবে minimum ১০ টি।
তবে
এটিও সত্য যে,
ভালমানের একটি ব্লগ
সাইটে প্রতিদিন হাজার
হাজার ভিজিটর আনা
কঠিন কিছু নয়।
কিভাবে আপনার ব্লগে যুক্ত করবেন Amazon.com এর পন্য:
সাইটের
Make Money with Us অপশন
থেকে এসোসিয়েট হিসেবে
যোগদান করুন।
এখানে
একটি Id আপনার জন্য
নির্দিষ্ট করা হবে,
সে আইডিটি সংরক্ষনে রাখুন
আপনার
সকল তথ্যের পর্যালোচনা শেষে
2 দিনের মধ্যে আপনাকে
একটি
মেইল
পাঠানো হবে এবং
বিশেষ একটি পেজে
প্রবেশের অনুমতি পাবেন।
মূল
পেজে প্রবেশের পরে
Get started now বাটনে
ক্লিক করে দেখে
নিন সকল নিয়ম
কানুনের আপডেট।
এবার
এ সাইট থেকে
প্রডাক্ট এর লিঙ্ক
এইচটিএমএল কোড সংগ্রহ
করে আপনার ব্লগ
কিংবা ওয়েবসাইটে
ব্যবহার করুন।
এরপর যারাই আপনার
দেয়া লিঙ্ক থেকে
পন্য সংগ্রহ করবে
আপনি পাবেন মোট
পন্যমূল্যের ১৫%।
যারা নতুন blog বা website খুলেছেন৷ আশা করি তারা কিছুটা হলেও এ্যাফিলিয়েট মার্কেটিং
যারা নতুন blog বা website খুলেছেন৷ আশা করি তারা কিছুটা হলেও এ্যাফিলিয়েট মার্কেটিং
সম্পর্কে ধারনা
নিতে পারবেন।
পেমেন্ট পদ্ধতি
অবশ্যই চেক সিলেক্ট করবেন।
আসলে অনলাইনে আয় করা খুবই কঠিন ।অনলাইনে আয়ের dream অনেকেই দেখে কিনতু
কিছুদিন পরিশ্রম করে যখন দেখে কোন সুফল হচছে না তখন আশা ছেড়ে দেয় ।অথচ যারা
লেগে থাকে একটা সময় গিয়ে তারা সফল হয় ।তাই বলছি হাল ছেড়ে দিলে হবে না ।নিজের মেধাকে
বিকশিত করুন । ।এখান
থেকে আয় করতে গেলে আপনার সাইটটির primary language english হতে হবে ।
কারণ আপনার সাইটে ফরেন ভিজিটর আনতে হবে ।কারন আমাদের দেশের অধিকাংশ মানুষ
অনলাইন কেনাকাটার সাথে পরিচিত নয় ।এখন কথা হল ফরেন ভিজিটর কিভাবে আনবেন?
প্রথমে ৫টি নতুন ফেইসবুক id খুলুন ।id গুলো মেয়েদের নামে হবে এবং প্রতিটা id তে
মিনিমাম ৩ টা ছবি রাখবেন যাতে id টা fake মনে না হয় ।এবার facebook এর search
ঘরে american group লিখে search দেন ।দেখবেন অনেক group এর নাম
এসেছে ।সেখানে প্রবেশ করুন এবং ঐ group এর wall এ যারা যারা status দিয়েছে
তাদের profile দেখুন ।যদি দেখেন তারা আমেরিকান তাহলে friend request পাঠান ।
এভাবে ওখান থেকে ৫ জনকে পাঠান ।এবর ঐ ৫ জনের যত friends আছে সবাইকে
friend request পাঠান ।এভাবে friend request প্রতিদন পাঠাতে থাকুন ।দেখবেন
আপনর ফরেনার friend বেড়েই চলেছে ।এটাতো গেল ১টা id এর কথা ।৫টি id
দিয়ে আপনি ৫টি ধনী দেশের friend বাড়ান ।কিনতু ভুলেও bangladeshi,pakistani,
indian friend বানাবেন না।কারন তাতে এসব দেশের মানুষে friend request এ
আপনার account ভরে যাবে ।আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার ৫০০০ friends
এর সবাই যেন american হয় ।যন আপনর ৫টা id তে ২৫০০০ friend হয়ে
যাবে তখন আপনি আপনার status এ আপনার পন্যের ads দিন ।আপনর দেয়া
status থেকে যদি দিনে ১০০০০ ডলারের পণ্য sell হয় তাহলে আপনি পাবেন
১০০০০*১৫% =১৫০ ডলার বা ১০০০০ টাকা ।মাসে আপনার আয় হবে ৩ লাখ
টাকা ।আসলে বল যত সহজ করা অনেক কঠিন ।কিনতু আপনাকে লেগে থাকতে
হবে ।আপনার শ্রম একদিন সারথক হবেই ।
কিছু বিশেষ কথা
আমাদের সবার মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যায় ।আমরা যখন জেনে ফেলি যে একটা website এর ads এ click
করলেই websiter মালিক টাকা পায় তখন আমরা ভুলেও ads এ click করি না।কারন আমার মাধ্যমে
২টা পয়সা কেউ income করুক আমরা তা চাই না।অথচ বিদেশী website গুলোর ads আমার প্রয়োজনের
মত মনে হলেই আমরা click করি।তখন আর চিনতা করি না যে আমার click এর মাধ্যমে তার কিছু আয় হল।
তাই সবাইকেই বলছি যদি কোন websiter কোন ads আপনার প্রয়োজনীয় মনে হয় তাহলে আপনি অবশ্যই
click করবেন, সাইটটা দেশী হোক আর বিদেশী হোক।আপনার মাধ্যমে ১জন দেশী ভাই সাবলমবি হবে ,অন্যদের মাধ্যমে
আপনিও সাবলমবি হবেন।ধন্যবাদ সবাইকে।
No comments:
Post a Comment